১। উপজেলা পরিষদ চেয়ারম্যানের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সমন্বয়ে কাজ করা, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের নিকট ফাইল অনুমোদনের জন্য পেশ করা । ২। উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত নির্মাণ, উন্নয়ন রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের পরিকল্পনা, প্রাক্কলন প্রণয়নসহ স্কিম প্রস্ত্ততকরণ করা এবং সকল কাজের তদারকি করা এবং গুণগতমান নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা । ৩। উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত ত্রয় কার্যক্রম (পাবলিক প্রকিউরমেন্ট) পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা অনুযায়ী কাজ সম্পন্ন করা। ৪। উপজেলা ও ইউনিয়ন পরিষদকে নির্মাণ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মেরামত কাজে কারিগরী পরামর্শ ও সহায়তা করা । ৫। নিজ দপ্তরের সকল উন্নয়ন মূল্যক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা । ৬। উপজেলার সড়কসহ অন্যান্য ভৌত অবকাঠামোর ডাটাবেজ প্রনয়ণ ও নিয়মিত হালনাগাদ করা । ৭। উপজেলা পরিষদ ও সরকার কর্তৃক অর্পিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন, অন্যান্য অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা । ৮। উপজেলার ক্ষুদ্র পানি সম্পদ স্কীমের পরিকল্পনা ও বাস্তবায়নের করা । ৯। উপজেলার গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের অর্পিত দায়িত্ব পালন করা । ১০। সাইটের অর্ডার বই, কাজের ডাইরী ও সাইটের মালামালের হিসাব তদারক করা । ১১। আইন ও বিধি অনুসাওে অথ্য ব্যয় করা এবং খরচের যথাযথ হিসাব সংরক্ষণ করা । ১২। স্টোর ও মালামাল সংরক্ষণের প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা । ১৩। নিজ দপ্তরের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ সম্প্রসারণের সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করা । ১৪। সরকার, উপজেলা পরিষদ ও অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS